নাশকতা ঠেকাতে ধামরাইয়ে লাঠি হাতে নেতাকর্মীরা, মিষ্টি বিতরণ

Slider রাজনীতি

২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে মহাসড়ক নিরাপদ রাখতে দলীয় নেতাকর্মীদের সাথে দিনব্যাপী লাটিসোঠা নিয়ে মহাসড়কে অবস্থান করেছেন ধামরাইয়ের এমপি মুক্তিযোদ্ধা এম এ মালেক। এজন্য সকাল থেকেই রায়ের বিরোধী শক্তির যেকোন ধরনের নাশকতা ঠেকাতে তিনি লাঠিসোঠা হাতে দলীয় নেতাকর্মীদেরকে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেয়ার নির্দেশ দেন।

আজ বুধবার সকাল ১১ টায় ধামরাই থানা রোড থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে বারবাড়িয়া পর্যন্ত মহাসড়কে টহলের পাশাপাশি ঢুলিভিটা, কচমচ, জয়পুরা, কালামপুর, সুতিপাড়া, শ্রীরামপুর, বাথুলিসহ বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে মহাসড়ক পাহারা দেয়। এসময় গ্রেনেড হামলা মামলার অন্যতম প্রধান আসামী তারেক জিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

পরে বিকেলে বারবাড়িয়া স্ট্যান্ডে একটি পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এম এ মালেক। এসময় তিনি বলেন রায়কে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন পরে হলেও গ্রেনেড হামলা মামলার রায় হওয়ায় আমরা অত্যন্ত খুশি। এসময় তিনি রায়কে দ্রুত কার্যকর করার দাবি জানান এবং খুশিতে উপস্থিত নেতাকর্মীসহ স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করেন।

দিনব্যাপী কর্মসূচিতে অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলা আহত মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন মিনা মালেক বলেন, এ রায়ে আমরা অখুশি নই। তবে পুরোপুরি সন্তুষ্টও নই।

জেলা পরিষদ সদস্য মো. খায়রুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম শাহিন, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য এস এম মৃদুল আল মামুন (জয়), সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, গাংগুটিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *