পাকিস্তানের সংগ্রহ ২৫২ রান

খেলা

pakসিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে তিন উইকেটে হারিয়েছিল পাকিস্তান। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় দুই দল।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫২ রান করে পাকিস্তান।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই আহমেদ শেহজাদের (০) উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। সেই ধকল কেটে উঠতে না উঠতেই ব্যক্তিগত ছয় রানের মাথায় বিদায় নেন দলের অভিজ্ঞ ক্রিকেটার ইউনিস খান।

মাত্র এক রান করে হেনরির বলে সরাসরি বোল্ড হন আসাদ শফিক। তবে চতুর্থ উইকেট জুটিতে ৭৭ রান তুলে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মোহাম্মদ হাফিজ ও হারিস সোহেল। ৪৭ বলে ৩৩ রান করে অ্যান্ডারসনের শিকার হয়ে সাজঘরে ফেরেন শোহেল।

অধিনায়ক মিসবাহ-উল-হকের ব্যাট থেকে আসে ৪৭ রান। আফ্রিদি করেন ২৭ রান। পাকিস্তানের স্কোরশিটে ৩৩ রান যোগ করেন উইকেরক্ষক সরফরাজ আহমেদ। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন হাফিজ। ৯২ বলে ৯ চার ও ১ ছক্কায় এ ইনিংস সাজান তিনি।

নিউজিল্যান্ডের হয়ে ৪৫ রান খরচায় চার উইকেট নেন ম্যাট হেনরি। তিন উইকেট দখলে নেন মিচেল ম্যাকক্লেগান। অ্যাডাম মিলান নিয়েছেন দু’টি উইকেট। আর বাকি উইকেটটি পেয়েছেন কোরি অ্যান্ডারসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *