৪৭০০ টাকায় ট্যাব পাওয়া যাচ্ছে মেলাতে

তথ্যপ্রযুক্তি

tabগ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলায় বিশেষ ছাড়ে মাত্র চার হাজার ৭০০ টাকায় ট্যাব পিসি পাওয়া যাচ্ছে গ্যাজেট গ্যাং সেভেনের দু’টি স্টলে। এছাড়া স্টল দু’টিতে ছাড়ে বিক্রি হচ্ছে চলতি বছরে বিশ্বের মধ্য অন্যতম অত্যাধুনিক স্মার্ট মোবাইল ফোন ওয়ান প্লাস ওয়ান।

বিশেষ ছাড়ে এসব পণ্য হাতের নাগালে পেতে হলে যেতে হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলায়। শুক্রবার থেকে তিন দিনব্যাপী চলা এ মেলা আগামী রবিবার রাত ৮টায় শেষ হবে।

চার হাজার সাতশ’ টাকা দামের ট্যাব পিসি সম্পর্কে বিক্রেতারা জানান, চীনে তৈরি কোয়ার্ড কোর প্রসেসরের অ্যান্ড্রয়েড কিটক্যাট মডেলের এ ট্যাবলেট পিসি। ব্যাটারি ব্যাকআপ দেবে চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত। আট জিবি মেমোরির এ ট্যাবে লেখাসহ প্রায় সব ধরনের কাজই করা যায়।

বাজারে এ ট্যাব পিসি কিনতে গেলে ক্রেতাকে গুণতে হবে পাঁচ হাজার ৭০০ টাকা। কি-বোর্ড লাগানোর ব্যবস্থাও রয়েছে এ ট্যাব পিসিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *