ফেসবুকে অনীহা বাড়ছে মার্কিনীদের, এক বছরে কমেছে ২৬ শতাংশ ব্যবহারকারী

Slider তথ্যপ্রযুক্তি

যুক্তরাষ্ট্রে স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করেছেন দিয়ানে চাং এক নারী। রিয়াল স্টেট এজেন্ট দিয়ানে চাং অভিযোগ করেছেন, পার্সে রাখার পর তার গ্যালাক্সি নোট ৯ এ আগুন ধরে যায়।

নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বাসিন্দা দিয়ানে এ নিয়ে কুইন্স সুপ্রিম কোর্টে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন।
মামলায় অভিযোগের বিবরণে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর লিফটে থাকার সময় দিয়ানে চাং বুঝতে পারেন তার ফোন গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি ফোন ব্যবহার বন্ধ করেন এবং পার্সে রেখে দেন। এরপর তিনি শুনেন ফোন থেকে শব্দ হচ্ছে এবং ধোঁয়া বের হচ্ছে। লিফটের মেঝেতে ব্যাগ রেখে ফোনটি বের করে আনার চেষ্টা করেছিলেন দিয়ানে চাং। এতে তার আঙুল পুড়ে যায়। লিফটে যখন তার ফোন পুড়ে যাচ্ছিল ওই সময়টা তিনি পুরো একা ছিলেন। এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।

লিফট থেমে গেলে তিনি ফোন ছুড়ে ফেলেন এবং সেটি তখনও পুড়ছিল।

পরে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন এক ব্যক্তি। সূত্র: খালিজ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *