গিনেস ওয়ার্ল্ড বুকে ‘ঢাকা পরিচ্ছন্নতা অভিযান’

Slider বিচিত্র

গিনেস বুক অব ওয়ার্ল্ডে স্থান পেলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘ঢাকা পরিচ্ছন্নতা অভিযান’।

সোমবার এ সংক্রান্ত একটি সনদ মেয়র সাঈদ খোকনের হাতে তুলে দিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ।

এই রেকর্ড গড়তে গত চৈত্র সংক্রান্তিতে প্রতীকী পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে ডিএসসিসি। ওইদিন সকাল ৯টায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন। এতে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করলেও রেজিস্ট্রেশন অনুযায়ী কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ১৫ হাজার ৩১৩ জন। বিশ্বরেকর্ড গড়তে এজন্য দরকার ছিল পাঁচ হাজার ৫৮ জনের রেজিস্ট্রেশন।

কর্মসূচির পাঁচ মাস পরে রেকর্ডটির স্বীকৃতি দিয়ে এ সংক্রান্ত একটি সনদ ডিএসসির কাছে পৌঁছে দিয়েছে গিনেস রেকর্ডবুক কর্তৃপক্ষ। এর আগে ৫ হাজার ২৬ জনকে এই রেকর্ড ছিল ভারতের আহমেদাবাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *