ঐক্যের সমাবেশে যোগ দিচ্ছেন ফখরুল

Slider সারাদেশ


ঢাকা: যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব দলটির একটি প্রতিনিধি দল যোগ দেবে বলে জানা গেছে। আজ শনিবার বিকাল তিনটায় মহানগর নাট্যমঞ্চে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া এ সমাবেশের আয়োজন করছে।
এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আবদুল মঈন খানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে গণফোরামের সাংগঠনিক সম্পাদক বলেন, আমরা বিএনপির মহাসচিবসহ তিন জন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানিয়েছি। আশা করি, তারা সমাবেশে যোগ দেবেন।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিকল্প ধারার প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সভাপতি আ স ম আবদুর ররের দল মিলে এ বৃহত্তর জাতীয় ঐক্যের ডাক দিয়েছে।

এদিকে গতকাল বিকালে অনেকটা আকস্মিকভাবে বি চৌধুরী বাসায় যান মির্জা ফখরুলসহ তিন বিএনপি নেতা। তারা বি চৌধুরীর সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠক করেন। বি চৌধুরীর বারিধারার বাসায় বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ। এছাড়া বৈঠকে অংশ নেন, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী।তবে বৈঠক প্রসঙ্গে কোন পক্ষই কিছু বলেননি।

আজ শনিবার বিকাল ৩টায় তাদের সমাবেশ শুরু হবে। ড. কামাল হোসেনের সভাপতিত্বে বদরুদ্দোজা চৌধুরী প্রধন অতিথি থাকার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *