প্রতিবছর শুধু মদপানে মারা যায় ৩০ লাখ মানুষ

Slider বিচিত্র

বিশ্বে প্রতি ২০ জনের ১ জন মারা যায় মদপানে। প্রতিবছর শুধু মদপানে সারা বিশ্বে মারা যায় ৩০ লাখ মানুষ।

এই ৩০ লাখের মধ্যে ৭৫ শতাংশ পুরুষ।
এছাড়া মোট মৃত্যুর সর্বোচ্চ ২৮ শতাংশ মারা গেছে আঘাতপ্রাপ্ত হয়ে, পরিপাকতন্ত্রের রোগে মারা যায় ২১ শতাংশ আর ১৯ শতাংশের মৃত্যুর কারণ কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার। বাকি মৃত্যুর কারণ সংক্রামক রোগ, ক্যানসার, মানসিক ব্যাধি, মদপান প্রভৃতি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রায় দুই কোটি ৩০ লাখ মানুষ অ্যালকোহল সেবন করে। এবং অধিকাংশ ব্যক্তি ১৫ বছর বয়সের আগেই প্রথম অ্যালকোহল সেবন শুরু করে।

স্পিরিট হিসেবে ৪৫ শতাংশ, বিয়ার ৩৪ শতাংশ, ওয়াইন হিসেবে ১২ শতাংশ সেবন করা হয়। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে কোনো ধরনের অ্যালকোহলই শরীরের জন্য ভালো নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। ইউরোপে মদপানে মৃত্যুর হার সবচেয়ে বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ডা. টেডরস আদহানম গেবারিয়াসেস বলেন, স্বাস্থ্যকর সমাজ গঠনে মারাক্তক ক্ষতিকর এ অ্যালকোহলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার এখনই সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *