কড়া নিরাপত্তায় রাজধানীতে তাজিয়া মিছিল

Slider সারাবিশ্ব

কারবালার মর্মান্তিক শোকের স্মরণে আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনী দালান থেকে তাজিয়া মিছিল বের করে শিয়া মতাবলম্বী ধর্মপ্রাণ মুসলমানরা।

কড়া নিরাপত্তায় শুক্রবার সকাল ১০টার পর কারবালার শোকের নানা প্রতিকৃতি দিয়ে এই মিছিল শুরু হয়।

এতে সমন্বয়ের মূল দায়িত্ব পালন করে হোসেনী দালান ইমামবাড়া ম্যানেজমেন্ট কমিটি।
হোসেনী দালান ইমামবাড়ি থেকে তাজিয়া মিছিলটি শুরু হয়ে বকশীবাজার রোড, নিউমার্কেট হয়ে ধানমন্ডি লেকের ‘কারবালা’ প্রাঙ্গণে গিয়ে শেষ হওয়ার কথা।

এদিকে, মিছিলকে ঘিরে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনী। পোশকধারী র‌্যাব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মিছিলের সামনে ও পেছনে মোতায়েন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *