উত্তর কোরিয়ার ওপর চাপ বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্র

Slider সারাবিশ্ব

উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। তারই জের ধরে আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্তর কোরিয়া বিষয়ে সভাপতিত্ব করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

বৈঠকে পিয়ংইয়ংয়ের ওপর চাপ বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হবে।
এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র হিদার নুয়ের্ট বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী পম্পেও উত্তর কোরিয়া প্রশ্নে আগামী ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইউএনএসসি’র মন্ত্রী পর্যায়ের বৈঠকে সভাপতির দায়িত্ব পালনের আগ্রহ ব্যক্ত করেছেন। ’

তিনি আরও বলেন, ‘এ বৈঠকে তিনি উত্তর কোরিয়ার সম্পূর্ণ যাচাইযোগ্য চূড়ান্ত নিরস্ত্রীকরণের ব্যাপারে আমাদের প্রচেষ্টার বিষয় নিরাপত্তা পরিষদকে অবহিত করবেন এবং সকল সদস্য দেশের কাছে কঠোর অবরোধ বজায় রাখার গুরুত্ব তুলে ধরবেন। ’

জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনের ফাঁকে শীর্ষ কূটনীতিকদের এ বৈঠক অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *