ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের কারাম উৎসব উদযাপন

Slider গ্রাম বাংলা

আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে আদিবাসী সম্প্রদায়ের কারাম পূজা উদযাপিত হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচ পীরডাঙ্গা গ্রামে এ উৎসবের আয়োজন করে স্থানীয় আদিবাসীরা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট শীলাব্রত কর্মকার, কেন্দ্রীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা ইমারন চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুলসহ অনেকে।
কারাম পূজা ও সামাজিক উৎসব উপলক্ষে আদিবাসী নারীরা নেচে-গেয়ে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন। আর এ কারাম পূজাকে ঘিরে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ উপস্থিত থেকে উৎসবটি উপভোগ করেন। পরে অতিথিরা তাদের জীবনমান উন্নয়নের জন্য বেশকিছু পরামর্শ ও আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *