নারীদের পরিবর্তন করার জন্য এক নম্বরে শেখ হাসিনা

Slider নারী ও শিশু

Exif_JPEG_420

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: নারীদের আর্থিকভাবে স্বচ্ছলতা করতে এবং জীবনমান পরিবর্তন করার জন্য জননেত্রী শেখ হাসিনা এক নম্বরে রয়েছে। এই সরকারের আগে কোনো সরকার নারীদের নিয়ে ভাবেনি। তাদের আত্মনির্ভরশীল ও আত্মকর্মসংস্থানের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। প্রতিমন্ত্রী উপস্থিত নারীদের কাছে জানতে চান, আপনাদের এতো অনুদান ভাতা কে দিচ্ছেন। এর জবাবে নারীরা বজ্রকণ্ঠে শেখ হাসিনা, হাসিনা বলে স্লোগান দিতে থাকেন। যদি আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চান তবে নৌকার বিকল্প নেই। যদি নিজেরা আত্মনির্ভরশীল হতে চান তবে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

সোমবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় পর্যায়) এবং নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।

ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার প্রকল্প পরিচালক আনোয়ারা বেগম, জাতীয় মহিলা সংস্থার যুগ্ম সচিব নুরুন নাহার হেনা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার চেয়ারম্যান আমেনা বেগম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ ও কামালউদ্দিন দেওয়ান, জামালপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান খান ফারুক মাষ্টার, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম তোরন, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সারোয়ার, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, কালীগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি জুয়েনা খানম প্রমুখ। পরে প্রতিমন্ত্রী ৫শত ৫০জন নারীদের মধ্যে ২২ লাখ ৮৭ হাজার টাকার ভাতা বিতরণ করেন এবং ২৬ টি নারী সমিতিতে ৬ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। মায়েদের মধ্যে হেল্প সামগ্রী বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *