ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১০ জনের প্রাণহানি

Slider বিচিত্র

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ সুলাওয়েসি উপকূলের অদূরে একটি ফেরিতে আগুন লাগার পর ডুবে যাওয়ায় ১০ জনের প্রাণহানি ঘটেছে।

উদ্ধারকর্মীরা ১০টি লাশ ও ১২৬ জন যাত্রীকে উদ্ধার করেছে।

শনিবার সরকারের এক কর্মকর্তা এ কথা জানান।
পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র বাম্বাং এরবান বলেন, শুক্রবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের বাউবাউ শহর থেকে ছেড়ে যাওয়া কেএম ফুংকা পারমাতা ফেরিটি মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের বাঙ্গাই বন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় দ্বীপ সাগুর অদূরে নৌযানটি ডুবে যায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

তিনি আরও বলেন, ‘নৌযানটিতে আগুন ধরে যায় এবং শেষ পর্যন্ত এটি সাগু দ্বীপের অদূরে ডুবে যায়। শনিবার সকালে নৌযানটির জীবিত যাত্রীদের বাঙ্গাই বন্দরে নিয়ে আসা হয়। ’

সম্ভাব্য নিখোঁজ লোকদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *