সারাদেশে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

Slider জাতীয়


ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার সকালে ভূকম্পন অনুভূত হয়েছে।

সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকায় এই ভূমিকম্প হয়। বেশ কয়েক সেকেন্ড এটি স্থায়ী ছিল। এ সময় বহুতল ভবনের ওপরে থাকা মানুষ বেশ দুলুনি অনুভব করেন। আবহাওয়া অধিদপ্তর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র থেকে ২৯৩ কিলোমিটার উত্তরে, ভারতের আসামে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, আসামের ধুবড়ি জেলার সাপাত গ্রাম এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *