ছাত্রলীগের নেতাকে ছুরিকাঘাত করল আরেক নেতা : রাবি

শিক্ষা

RUমেয়েঘটিত দ্বন্দ্বের জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সহসম্পাদক জাকারিয়া জামান জ্যাককে ছুরিকাঘাত করেছে সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া ও তার সহযোগীরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে স্নান চত্বরে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আহত ছাত্রলীগ নেতা জ্যাক বিকেলে তার এক বান্ধবীকে নিয়ে স্নান চত্বরে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী গোলাম কিবরিয়া, ছাত্রলীগ কর্মী ইহসানসহ (ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ, ৪র্থ বর্ষ) ৩-৪ জন মোটরসাইকেলে করে এসে পিছন দিক থেকে তার ওপর হামলা করেন।

এতে জ্যাক মাটিতে লুটিয়ে পড়লে তারা এলোপাতাড়ি কিল-ঘুষি দেন এবং বাম পায়ে হাঁটুর নিচে ছুড়িকাঘাত করেন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে আহত ছাত্রলীগ নেতা জাকারিয়া জামান জ্যাক বলেন, দীর্ঘ দিন ধরে কিবরিয়া আমার বান্ধবীকে উত্ত্যক্ত করে আসছিল। তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপনের জন্য তাকে (বান্ধবীকে) নানাভাবে ভয়ভীতি দেখাতেন। বিকেলে আমি আমার ওই বান্ধবীর সঙ্গে বসে গল্প করছিলাম। এ সময় সে এসে আমার ওপর অতর্কিত হামলা চালান। পরে যাওয়ার সময় আর কোনদিন তার (বান্ধবী) সঙ্গে বসে থাকতে দেখলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন কিবরিয়া।

ছুরিকাঘাতের ব্যাপারটি অস্বীকার করে সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, আমি তাকে কোনো ধরনের মারধর করিনি। দলেরই এক ছোট ভাইয়ের সঙ্গে জ্যাকের ভুল বোঝাবুঝি হয়েছিল সেটারই মীমাংসা করে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *