ডিএসইতে লেনদেন ২০০ কোটি টাকার নিচে

অর্থ ও বাণিজ্য

xcngদেশের প্রধান পুঁজিবজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনে বড় ধরনের অবনতি হয়েছে। কমেছে প্রধান মূল্যসূচকসহ সব সূচক। তবে বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। সংশ্লিষ্টরা মনে করছেন, বৃহস্পতিবার সকালে ডিএসইতে নতুন স্বয়ংক্রিয় লেনদেন পদ্ধতি চালু হয়েছে। নতুন এ পদ্ধতির নেতিবাচক প্রভাবের কারণে লেনদেন কমেছে।

 

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে পয়েন্ট ১০.৭০ কমে ৪৯৩৩.০৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক পয়েন্ট ৩.৪২ কমে ১৮২৩.৬৪ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ০.৭৬ পয়েন্ট কমে ১১৫৫.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৬৯ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১ টির, কমেছে ১৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টি কোম্পানির শেয়ারের।ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৩৬ কোটি ৮৯ লাখ ২৭ হাজার ৩৫১ টাকা।  যা আগের দিনের চেয়ে ২৮৪ কোটি  ৭০ লাখ টাকা কম।

 

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৫৬ পয়েন্টে। লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দও বেড়েছে ৫৩টির, কমেছে ১৩৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির। লেনদেন হয়েছে ২৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৪৫ কোটি ১৭ লাখ টাকারস শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

 

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সামিট এলায়েন্স পোটর্, কাশেম ড্রাইসেল, গ্রামীণফোন, বিডি থাই, ওয়েস্টার্ন মেরিন, স্কয়ার ফার্মা, অগ্নি সিস্টেম, বেক্সিমকো লিঃ, টুংহাই টেক্সটাইল ও  হামিদ ফেব্রিক্স ।

 

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আনোয়ার গ্যালভানাইজিং, রহিম টেক্সটাইল, টুংহাই টেক্সটাইল, কাশেম ড্রাইসেল, প্রাইম লাইফ ইন্সুঃ, অগ্নি সিস্টেম, প্রভাতী ইন্সুঃ, বিডি থাই, নদার্ন ইন্সু ও মিথুন নিটিং।

 

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: – মডার্ন ডাইং, ওয়েস্টার্ন মেরিন, শাহাজীবাজার পাওয়ার, স্ট্যান্ডার্ড সিরামিকস, হামিদ ফেব্রিক্স, দুলামিয়া কটন, সোনালী আঁশ, মেঘনা কনডেন্সড মিল্ক, সাফকো স্পিনিং ও মাইড্স ফাইন্যান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *