শরীয়তপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১১ মামলার আসামি

Slider জাতীয়


শরীয়তপুর: শরীয়তপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুমন পাহাড় (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, নিহত যুবক মাদক ব্যবসায়ী ছিলেন।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে। শরীয়তপুরের পুলিশ সুপার আবদুল মোমেন ‘বন্দুকযুদ্ধের’ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য, নিহত সুমন পাহাড়ের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার উত্তর বালুচরা গ্রামে। তাঁর বাবার নাম স্কেন পাহাড়। সুমনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে।

শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, তাঁরা খবর পান—মাদক বিক্রির টাকা ভাগাভাগি করতে মাদক ব্যবসায়ীরা ছয়গাঁও গ্রামে এক জায়গায় জড়ো হচ্ছে। তখন সদর থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ সেখানে যৌথ অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা ছোড়ে। পুলিশ এ সময় পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার লাশ সদর হাসপাতালে মর্গে রয়েছে।

পুলিশে দাবি, তারা ঘটনাস্থল থেকে এক কেজি গাঁজা, ছয়টি ককটেল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *