ফুলবাড়ী দিবস পালন উপলক্ষে গাজীপুরে পথ সভা

Slider অর্থ ও বাণিজ্য


গাজীপুর: দেশ ব্যাপী ২৬ আগস্ট ফুলবাড়ী দিবস পালন উপলক্ষে গাজীপুর জেলা শহরের মুক্ত মঞ্চের সামনে গতকাল রোববার বিকাল ৫ টার সময় পথ এক সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন এডভোকেট আব্দুল কাইয়ুম সদস্য সচিব তেল গ্যাস জাতীয় সম্পদ ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি। বক্তিতা করেন, রাহাত আহমেদ সমন্বয়ক বাসদ, জিয়াউল কবির খোকন সাধারণ সম্পাদক সিপিবি, অচিন্ত বর্মন সদস্য বাসদ প্রমুখ।

বক্তারা বলেছেন, রক্তে লেখা ফুলবাড়ী চুক্তি পূর্ণ বাস্তবায়ন করতে হবে। জ্বালানি নিয়ে দেশী বিদেশী ষড়যন্ত্র বন্ধ করতে হবে। কয়লা খনি লুঠপাট দুর্নীতি বন্ধ ও দায়ীদের বিচারের দাবী করেন। ফুলবাড়ী, পার্বতীপুর, বিরামপুর, নবাবগঞ্জ, বড়পুকুরিয়াসহ উওরবঙ্গ ধ্বংস করে উন্মুক্ত খনির চক্রান্ত বন্ধ করার কথা বলেন। এছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতের সকল প্রকল্প নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবীর জানান। জাতীয় সংস্থার মাধ্যমে উত্তোলন করে শতভাগ গ্যাস দেশের কাজে লাগানোর কথাও বলেন। বক্তারা আরো বলেন, বাংলাদেশের জাতীয় সম্পদ রক্ষায় বীর শহীদ আমিন, সালেকিন, তরিকুল, বীর যোদ্ধা বাবুল রায়, শ্রীমন বাস্কেসহ সকল যোদ্ধার সম্মিলিত লড়াই প্রতিবাদ ও বিদ্রোহে উওরবঙ্গ সহ দেশ রক্ষা পেয়েছে। আজ শহীদদের তারা গভরি শ্রদ্ধা ভরে স্বরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *