বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্ব রাজধানীর চানখারপুলে ঝটিকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে দলটি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই মিছিল-সমাবেশ করা হয়।
সোমবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন গেট থেকে মিছিলটি বের হয়ে চানখারপুল মোড়ের কাছে গিয়ে শেষ হয়।
এদিকে মিছিলের আগে সমাবেশে রিজভী বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। অন্যথায় এ অবৈধ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
মিছিল-সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।