গোপালগঞ্জে নারীসহ দুজন খুন

Slider নারী ও শিশু


গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে হাত-পা ও মুখ বেঁধে পানিতে ফেলে বিজয় মোল্লা (১৫) নামে এক ইজিবাইক চালককে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় ইজিবাইকসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার পর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

মুকসুদপুর থানার ওসি,মো,মোস্তফা কামাল পাশা সাংবাদিকদের জানিয়েছে, আল-আমিন ও রবিন মৃধা নামে দুই ছিনতাইকারী ঘটনার দিন রাতে যাত্রী সেজে মাদারীপুর জেলার রাজৈর থানার তাতিকান্দি গ্রামের খলিল মোল্লার ছেলে (ইজিবাইক চালক) বিজয় মোল্লার ইজিবাইকটি টেকেরহাট থেকে ভাড়া নেয়। ফরিদপুরের ভাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে ভাড়া নেয়া গাড়ীটি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদি এলাকার একটি ফাকা জায়গায় পৌছালে যাত্রীবেশে ছিনতাইকারীরা গাড়ী থামিয়ে বিজয় মোল্লার হাত-পা ও মুখ বেধে হত্যার পর তার লাশ পাশের একটি খালে ফেলে দেয়।এরপর পর ছিনতাইকারীরা ইজিবাইক নিয়ে পালানোর সময় টহল পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশের জিজ্ঞাসাবাদের পর ছিনতাইকারীরা এক সময় বিজয়কে হত্যা ও তার লাশ কোথায় ফেলেছে এ কথা স্বীকার করে। ছিনতাইকারীদের কথিতমতে পুলিশ ঘটনাস্হল থেকে বিজয়ের লাশ উদ্ধার করে।এ ঘটনায় মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

অন্যদিকে, বুধবার ঈদের দিন সকাল ১১টায় মুকসুদপুর থানার বহুগ্রামে পাটখড়ি নাড়া নিয়ে ওই গ্রামের নিরোধ মজুমদারের স্ত্রী চিনি মজুমদার ও শংকর মজুমদারে স্ত্রী ববিতা মজুমদারের সাথে ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ববিতা মজুমদার, চিনি মজুমদারকে গলাটিপে হত্যা করে। নিহত চিনি মজুমদারের ছেলে নিমাই মজুমদার বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।পুলিশ ববিতাকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *