সুন্দরবনে উদ্ধার অভিযানে জোবেদা-৫

টপ নিউজ

oil tanker_46551ঢাকা: সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারী এলাকায় শেলা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ডুবে যাওয়ার দুই দিন পর উদ্ধার অভিযান শুরু হয়েছে।
উদ্ধারকারী জাহাজ ওটি জোবেদা-৫ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় উদ্ধারকাজ শুরু করেছে।
চাঁদপাই বনরক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘সুন্দরবনে ডলফিনদের নিয়ে কাজ করা একটি চীনা প্রতিনিধি দলও উদ্ধারকাজ তদারকি করবে। তারা পানির দূষণ ঠেকাতে পাইলদণ্ড স্থাপন করছে।’
নৌবাহিনীর একটি জাহাজও ঘটনাস্থলে এসে পৌঁছেছে। একই সময়ে তারও কাজ শুরু করেছে।
গত মঙ্গলবার ভোরে ফার্নেস তেলবাহী ওটি সাউদার্ন স্টার-৭ অপর একটি মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়।
এদিকে চট্টগ্রাম বন্দরকর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ কাণ্ডারি-১০ যটনাস্থলের পথে আছে। সকাল দশটার দিকে মংলা বন্দরের জেনিরোর মাস্টার কমান্ডার আখতারুজ্জামান সকাল দশটার দিকে বলেন, ‘জাহাজটি হিরন পয়েন্টে আছে। দুপুর একটার দিকে এটি ঘটনাস্থলে পৌঁছাবে।’
মংলা বন্দর কর্তৃপক্ষের অপারেশন সদস্য মোহাম্মদ আলতাফ হোসাইন জানিয়েছেন, পরবর্তী করণীয় ঠিক করতে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক চলছে। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *