মৃত বাচ্চাকে ১৭ দিন পিঠে বহন করে ঘুরল মা তিমি, অতঃপর…

Slider গ্রাম বাংলা

মৃত বাচ্চাকে ১৭ দিন ধরে পিঠে বহন করে ঘুরে বেড়িয়েছে একটি মা তিমি। পরে সেটির মায়া ছাড়ে সেই মা তিমি।

শনিবার(১১ আগস্ট) কানাডার ভ্যাঙ্কুভারের তিমি গবেষণা কেন্দ্রের এক বিৃবতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি’র।
খবরে বলা হয়েছে, বিজ্ঞানীদের মতে, সমুদ্রে অন্তত এক হাজার মাইল (এক হাজার ৬০০ কিলোমিটার) বহন করেছে তিমিটি। এই ধরণের তিমি মাছ সাধারণত সপ্তাহখানেক ধরে মৃত সন্তান বহন করে থাকে, কিন্তু এক্ষেত্রে তিমিটি রেকর্ড করেছে।

খবরে আরো বলা হয়, মৃত তিমিটির দেহ যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যবর্তী স্যালিশ সাগরে ডুবে যেতে পারে। তাই তিমির দেহের ‘নেক্রপসি’(পশুর ময়নাতদন্ত) করার সুযোগ পাওয়া যাবে না হয়ত।

উল্লেখ্য, গত ২৪ জুলাই কানাডার দক্ষিণ পশ্চিম উপকূলের ভ্যাঙ্কুভার দ্বীপের তীরে প্রথমবারের মতো তিমিটিকে মৃত বাচ্চা বহন করতে দেখা যায়। সেন্টার ফর হোয়েল রিসার্চ’র গবেষক কেন ব্যালকম্ব বলেন, হয়ত এটা তার আরেকটি বাচ্চা হারানোর শোক প্রকাশের নিজস্ব ধরন। গত দুই দশকে তিমিটি সম্ভবত আরও দুটি বাচ্চা হারিয়েছে।

বাচ্চা হারানো এসব প্রাণীর জন্য খুবই কষ্টের, যার পরিমাণ বেড়েই চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *