সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

Slider জাতীয়

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের খবর সংগ্রহের সময়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। সাংবাদিকদের উপর এই হামলার সময় নীরব ভূমিকা পালন করে হামলা চালানোর সুযোগ দেয়ায় পুলিশের প্রতিও গভীর নিন্দা জানায় সম্পাদকদের এই সংগঠন।

বাংলাদেশের সংবিধানে থাকা মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের কথার পুনরাবৃত্তি করে বিবৃতিতে তারা বলেন, তা না হলে ৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত গণতন্ত্র ধূলিস্যাৎ হয়ে যাবে।

গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে আরো বলা হয়, আন্দোলনের সময়ে এপির একজন সাংবাদিক ও ফ্রিল্যান্সার সাংবাদিকসহ টিভি ও পত্রিকার আরো অন্তত ২৪ জন ফটোসাংবাদিক ও রিপোর্টার শারীরিকভাবে হামলার শিকার হয়েছে। এসময় পুলিশ উপস্থিত থাকলেও তারা পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের রক্ষায় কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

‘নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের এসব সহিংস বিরোধীরা ক্যামেরা ভেঙে দেয় এবং বেশ কিছু সাংবাদিকের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *