দুর্নীতির অভিযোগ: ইমরান খানকে আদালতে সমন

Slider সারাবিশ্ব


পিটিআই:কিছুদিনের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন সাবেক তারকা ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান। এদিকে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে সমন জারি করেছে দেশটির দুর্নীতিবিরোধী আদালত।

জানা গেছে, আগামী ৭ আগস্ট ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব) ইমরান খানকে আদালতে হাজির হতে বলেছে। খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক সরকারে ২০১৩ সাল থেকে ক্ষমতায় রয়েছে ইমরানের দল। সরকারি হেলিকপ্টার ৭২ ঘণ্টার বেশি সময় ব্যবহার করে সরকারের যে ২১ লাখ ৭০ হাজার রুপি ক্ষতি হয়েছে তা তদন্ত করছে ন্যাব।

ন্যাবের কর্মকর্তা জানান, আগামী ৭ আগস্ট ইমরানকে আদালতে হাজির হতে বলা হয়েছে। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে, এই অভিযোগ অস্বীকার করে ইমরান খান জানিয়েছেন, এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই একই অভিযোগে ইমরান খানকে আদালতে হাজির হতে বলা হয়। কিন্তু নির্বাচনের কারণ দেখিয়ে সে সময় আদালতে হাজির হননি তিনি।

সূত্র: খালিজ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *