মানুষের মতো কাকেরও বুদ্ধি আছে!

Slider তথ্যপ্রযুক্তি

215706_bangladesh_pratidin_Capturekk

সম্প্রতি বৈজ্ঞানীক পরীক্ষায় প্রমাণ মিলেছে যে, কাক বা গ্রেকল ৭ বছর বয়সী মানুষের সমান বুদ্ধিসম্পন্ন পাখি! যদিও পাখিকে বুদ্ধিমান প্রাণী হিসাবে গণ্য করা হয় না। কিন্তু নতুন এক গবেষণায় আমেরিকান গ্রেট-টেইলড গ্রেকল প্রমাণ করল সে সমস্যার বেশ সমাধান করতে পারে বুদ্ধি খাটিয়ে।

আমাদের অতি পরিচিত কাকও সমান বুদ্ধিসম্পন্ন প্রাণী।
এক পরীক্ষায় কাককে একটি সমস্যাসংকুল পরিবেশে ছেড়ে দেওয়া হয়। সমাধান করতে পারলে মিলবে খাবার। সে বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। ৭ বছর বয়সী মানুষের সমান বুদ্ধি খাটিয়ে নানা কৌশলে পাজল মেলাতে সক্ষম হয় পাখিটি। এমনকি পাজল পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেন্ট্রাল আমেরিকান পাখিটি তার কৌশলও বদলে ফেলে খাবারটি হাসিল করতে। এ ধরনের দক্ষতাকে বলা হয় ‘বিহেভিয়োরাল ফ্লেক্সিবিলিটি’। এ নিয়ে মানুষের ওপরই পরীক্ষা চলে। পশু-পাখির বিহেভিয়োরাল ফ্লেক্সিবিলিটি নিয়ে তেমন পরীক্ষা হয়নি।

‘পিরজে’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে দেখানো হয়, কাক কিংবা গ্রেকল তার কাজ সম্পন্ন করতে ত্বরিত সিদ্ধান্ত নেয় বুদ্ধি খাটিয়ে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *