জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে রাশিয়া!

Slider বিচিত্র

উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে রাশিয়া-এমন অভিযোগ করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

পত্রিকাটি গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, উত্তর কোরিয়ার হাজার হাজার শ্রমিককে কাজ করার সুযোগ দিয়েছে রাশিয়া এবং এর মাধ্যমে জাতিসংঘ নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে মস্কো।

পত্রিকাটি দাবি করেছে, গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি উত্তর কোরীয় শ্রমিককে রেজিস্ট্রার্ড করেছে রুশ সরকার। এছাড়া রুশ শ্রম মন্ত্রণালয় চলতি বছরে উত্তর কোরিয়ার শ্রমিকদের জন্য অন্তত ৭০০ ওয়ার্ক পারমিট ইস্যু করেছে।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, জাতিসংঘ কর্মকর্তারা নিষেধাজ্ঞা লঙ্ঘনের সম্ভাব্য ঘটনা তদন্ত করে দেখছেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, উত্তর কোরিয়ার শ্রমিকরা রাশিয়া থেকে বছরে ১৫ হতে ৩০ কোটি ডলার দেশে পাঠিয়ে থাকে।

উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক যে নিষেধাজ্ঞা রয়েছে তার অধীনে দেশটির শ্রমিক রফতানির ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়। উত্তর কোরিয়া যাতে বিপুল অর্থ উপার্জন না করতে পারে সেজন্য এত কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *