প্রথম দিনের শেষবেলায় পরপর দুটো উইকেট তুলে নিয়ে যেটুকু সুবিধা আদায় করা গিয়েছিল, দ্বিতীয় দিনের প্রথম সেশনেই সেসব উধাও হয়ে গেল। সৌজন্যে ভারতীয় বোলিংয়ের হতশ্রী অবস্থা, আর মাইকেল ক্লার্ক-স্টিভ স্মিথের জোড়া শতরান।
গতকাল পায়ে চোট পেয়ে মাঠ ছাড়ার পর আজ ইঞ্জেকশন নিয়ে ব্যাট করতে নেমে ক্লার্ক আজ দুরন্ত ব্যাটিং করছেন। টেস্ট ক্রিকেটে ২৮ তম শতরান পূর্ণ করলেন ক্লার্ক। অন্যপ্রান্তে স্টিভ স্মিথ একেবারে খুন করে ছাড়লেন ভারতীয় বোলারদের। মহম্মদ সামি থেকে বরুন অ্যারন, ইশান্ত শর্মারা আঝ হতাশ করলেন। একদিকে যখন ভারতীয় বোলারদের অনাসৃষ্টি অ্যাডিলেডে হতাশ করছে, তখনই নামল বৃষ্টি। বৃষ্টি থামার পর স্টিভ স্মিথ শতরান পূর্ণ করেন। তারপর ফের নামে বৃষ্টি। ফের খেলা শুরু হলে শতরান পূর্ণ করেন ক্লার্ক। স্মিথকে স্ট্যাম্পিংয়ের সুযোগ হাতাছাড়া করেন ঋদ্ধিমান। গতকাল প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৬ উইকেটে ৩৫৪ রান।