নির্বাচনে পাক সেনা পেয়েছে ৯০০ কোটি টাকা

Slider সারাবিশ্ব

পাকিস্তানের সাধারণ নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছিল। নির্বাচনের জন্য কয়েক লক্ষ সেনা মোতায়েন করা হয়েছিল সারাদেশে। আর সেজন্য সেনাবাহিনীকে দিতে হয়েছে ৯০০ কোটি টাকা। বুধবার এমনটা জানিয়েছেন পাকিস্তানের নির্বাচন কমিশনের সচিব বাবর ইয়াকুব ফতেহ মোহাম্মদ।

পাকিস্তানের অর্থমন্ত্রক এই অর্থ যোগান দিয়েছেন বলে উল্লেখ করে ইয়াকুব বলেন, পাকিস্তানের এই সাধারণ নির্বাচনে সবচেয়ে বেশি খরচ হয়েছে। পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ, সেনাদের প্রশিক্ষণসহ নানা খাতে আগের চেয়ে অনেক বেশি খরচ হয়েছে।

ইয়াকুব জানান, নির্বাচনের সময় দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সেনাবাহিনীকে ৯০০ কোটি টাকা দিয়েছে অর্থ মন্ত্রক।

এর আগে ২০০৮ সালে সাধারণ নির্বাচনে খরচ হয়েছিল ১৮৪ কোটি টাকা। তবে ২০১৩ সালের নির্বাচনে তা বেড়ে দাঁড়ায় ৪৭৩ কোটিতে। ২০০৮ সালে পাকিস্তান সেনাবাহিনীকে দেয়া হয়েছিল ১২ কোটি টাকা আর ২০১৩ সালে দেয়া হয়েছিল ৭৫ কোটি ৮০ লক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *