ইমরানই কি হবেন প্রধানমন্ত্রী!

Slider টপ নিউজ সারাবিশ্ব


ঢাকা: কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী! তিনি কি ইমরান খান! নাকি নওয়াজ শরীফের দল পিএমএলএনের কেউ! এ নির্বাচনে ক্ষমতাচ্যুত নওয়াজ শরীফকে যদি হারাতে পারেন ইমরান খান তাহলে তিনিই হতে পারেন নতুন প্রধানমন্ত্রী। এমনটাই বলছেন বিশ্লেষকরা। যদি তিনি তা পারেন তাহলে অল্প বয়সী একটি রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নিয়ে চমক সৃষ্টি করবেন তিনি। যদিও তার ওপর সেনাবাহিনীর আশীর্বাদের হাত আছে বলে অভিযোগ আছে। ১৯৯০ এর দশকে রাজনীতিতে প্রবেশ করেন ইমরান খান। তখনাে ১৯৯২ সালে বিশ্বকাপ জয়ের অধিনায়ক হিসেবে তাকে পাকিস্তান কিংবদন্তির আসনে বসিয়ে রেখেছে।

সেই হিসেবে তার জনসমর্থন ছিল আকাশচুম্বী। রাজনীতিতে প্রবেশ করলেও তিনি রাজনৈতিক কোনো দল গঠন করেন নি। শেষ পর্যন্ত সেই কাজটি করেন ২০১৩ সালে। এ সময়ই তিনি পিটিআই নিয়ে এগিয়ে আসেন। গুরুত্বর একজন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে থাকেন। নিজেকে পাকিস্তানের টাউট রাজনীতির বিরুদ্ধে একজন সাদা মানুষ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেন। প্রতিশ্রুতি দেন দুর্নীতি থেকে দেশকে বের করে আনার। সেই যাত্রায় এবার তিনি কি প্রধানমন্ত্রী হতে পারবেন! অনেকের হিসেবে তিনি সেই অবস্থানের খুব কাছাকাছি। আসলেই কি তিনি তা পারবেন! নাকি নওয়াজ শরীফের প্রতি সিমপ্যাথি ভোটে পিএমএলএনই হয়ে উঠবে সবচেয়ে বড় দল! এসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আজ মধ্যরাত অবধি। ওদিকে, হিউম্যান রাইটস কমিশন বলেছে, নির্বাচনে জালিয়াতি হওয়ার গুরুত্বর আশঙ্কা রয়েছে। গত জাতীয় নির্বাচনে যে মানুষটি তার দলকে নিয়ে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিলেন সেই নওয়াজ শরীফ এখন জেলে। তিনি জেলের ভিতরে বসেই পর্যবেক্ষণ করছেন নির্বাচন। সোমবার বিবিসির উর্দু সার্ভিসকে সাক্ষাতকার দিয়েছেন তার মেয়ে মরিয়ম নওয়াজ। তাকে তার পিতার সঙ্গে দুর্নীতির অভিযোগে গত সপ্তাহে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। তিনি সাক্ষাতকারে পাকিস্তানে সর্বশক্তিধর সেনাবাহিনীর কড়া সমালোচনা করেছেন। মরিয়ম বলেছেন, যখন একজন প্রধানমন্ত্রী মাথা নত করতে অস্বীকৃতি জানান তখন তারা (সেনাবাহিনী) তাদের উদ্দেশ্য চরিতার্থ করে। তারা তাকে চারটি কারণে ক্ষমতা থেকে নামিয়ে দেয়। এক. তার বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া দেয়ায়। দুই. তাকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করে। তিন তাকে ভারতের বন্ধু বল আখ্যায়িত করে। চার. তাকে দুর্নীতিবাজ বলে। প্রতিটি নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই তারা এই চারটি অস্ত্র ব্যবহার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *