নির্বাচনী ঘোষণাপত্র বাইবেল নয়, কেবল নির্দেশনা মাত্র: মাহাথির

Slider সারাবিশ্ব

নির্বাচনী ঘোষণাপত্র কোনো বাইবেল নয় বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। দেশটির ক্ষমতাসীন জোট সরকারের নির্বাচনী ঘোষণাপত্রকে সাবেক প্রধানমন্ত্রী নাজিক রাজাক কেবল ‘প্রতিশ্রুতির জন্যই প্রতিশ্রুতি’ বলে মন্তব্য করায় তিনি এ কথা বলেছেন।

তিনি আরো বলেন, সবার মনে রাখা উচিত এটি একটি নির্দেশনা মাত্র। কখনো কখনো আমরা তা অনুসরণ করতে পারি, আবার কখনো কখনো তা সম্ভব হয়ে ওঠে না। তাই আমাদের বাস্তবিক হতে হবে।

পার্লামেন্টের নিম্ন কক্ষের নতুন স্পিকার হিসেবে সাবেক বিচারপতি মোহাম্মদ আরিফ মো. ইউসুফকে মনোনীত করার সিদ্ধান্তে সম্মতি দেন প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। আর তার সম্মতির বিষয়টির দিকেই ইঙ্গিত করেছেন নাজিব রাজাক। কারণ, এমপিদের মধ্য থেকে স্পিকার মনোনীত করার কথা ছিলো তাদের নির্বাচনী ঘোষণাপত্রে।

সম্প্রতি একটি ফেসবুক পোস্টে নাজিব বলেন, জনগণকে প্রতারিত করে ক্ষমতা দখল করা রাজনৈতিক দলগুলোর উচিত নয়। আগামী ৫ বছরে পিএইচ সরকার যে ধরনের অজুহাত পেশ করবে, তা সহজেই আমাদের গ্রহণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *