বলিউডে এই মুহূর্তের অন্যতম সেনসেশন নোরা ফতেহি। ‘সত্য়মেব জয়তে’ ছবির এক আইটেম গানে নোরার সম্মোহনী নাচের কাবু গোটা ইন্টারনেট। গানের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে এরই মধ্যে এই গানের ভিডিও ছুঁয়ে ফেলেছে এক নতুন রেকর্ড।
‘দিলবার’ গানের সঙ্গে সুস্মিতা সেনের নাচ বলিউডের অন্যতম বিখ্যাত ‘আইটেম সং’ হিসাবে পরিচিত। ‘সির্ফ তুম’ ছবির সেই গানের রিমেক করা হয় ‘সত্য়মেব জয়তে’ ছবিতে। জন আব্রাহাম অভিনীত এই ছবিতে নোরা ফতেহির নাচের ছন্দে মাতোয়ারা গোটা ইন্টারনেট। সোশ্যাল মিডিয়ায় ক্রমেই ভাইরাল হতে শুরু করে এই ভিডিও। মিলাপ জাভেরি পরিচালিত এই ছবির ‘দিলাবর’-এর রিমেক গানটি নতুন রেকর্ড ছুঁয়ে ফেলেছে।
এদিকে, গানের সঙ্গে সঙ্গে যেভাবে তিনি জনপ্রিয়তা পেয়ে চলেছেন তাতে উচ্ছ্বসিত নোরা। তিনি যদিও জানিয়েছেন তাঁর সঙ্গে সুস্মিতা সেনের কোনও তুলনাই হয়না। তবে নিচের নাচের প্রশংসা সমস্ত জায়গা থেকে পেয়ে বেশ খুশি নোরা।