গাজীপুরে ভাওয়াল গড় রক্ষায় ১৭ দফা দাবিতে মানববন্ধন ও স্বারক লিপি

Slider গ্রাম বাংলা বাংলার মুখোমুখি

37240384_684472365231786_6185738343536394240_n

গাজীপুর: ঐতিহ্যৃবাহী ভাওয়াল গড় রক্ষায় ১৭ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্বারকলিপি দিয়েছে ১৯ বছরের সংগঠন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন। মাদক বিরোধী অভিযানের মত ভূমি দস্যুদের বিরুদ্ধে বিশেষ অভিযান করার দাবী সহ ১৭ দফার ওই স্বারকলিপি প্রদানের পূর্ব মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে ওই মানববন্ধন হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট একটি স্বারকলিপি দেয়া হয়।

ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মানববন্ধন প্রস্তুতি কমিটির আহবায়ক ফেডরিক মুকুল বিশ্বাসের সভাপতিত্বে ও মহাসচিব ড.এ কে এম রিপন আনসারীর উপস্থাপনায় মানববন্ধনে অনুষ্ঠিত নাগরিক সভায় বক্তব্য দেন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন মুকুল, কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডা: বোরহান উদ্দিন অরণ্য, জীব বৈচিত্র বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, সহ-জীব বৈচিত্র বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, সংগঠনের নেতা শাহিন আহমেদ, আব্দুর রহমান, জাকারিয়া, আলী আজগর খান পিরু, সামসুদ্দিন, আলমগীর কবির, মোঃ উজ্জ্বল মিয়া, মোঃ মাজহারুল ইসলাম কাঞ্চন, সোলায়মান সাব্বির, ফেরদৌসি আক্তার, ভুক্তভোগী শিল্পী আক্তার প্রমূখ।
37221718_2129858083927898_1467711507545456640_n

মানববন্ধন শেষে নেতৃবৃন্ধ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট একটি স্বারকলিপি দেন। ১৭ দফার ওই স্বারকলিপি গ্রহন করে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *