লালমনিরহাট জেলা রিপোর্টাস্ ইউনিটের আলোচনা সভা ও বনভোজন

Slider রংপুর

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট জেলা রিপোর্টাস্ ইউনিটের আলোচনাসভা ও বনভোজন অনুষ্টিত হয়েছে।

আজ ৮ ই ফেব্রুয়ারী( রোজ শুক্রবার) সকাল ১১ ঘটিকায় কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে জেলা রিপোর্টাস্ ইউনিটের অস্থায়ী কার্যালয়ে রিপোর্টাস্ ইউনিটের সভাপতি, দৈনিক মুক্তির সম্পাদক নূর আলমগীর অনু’ র সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ, দৈনিক মুক্তির রংপুর প্রতিনিধি প্রশান্ত কুমার রায় এর পরিচালনায় অনুষ্টিত হয়েছে।

অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদ এর সভপতি, ডাঃ খলিলুর রহমান কিল্ডার গার্ডেন স্কুলের অধ্যক্ষ আব্দুল মালেক, বিশেষ অতিথি ছিলেন নদী ঘোরাও, নদীর পথে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী, দৈনিক মানবাধিকার খবর এর রংপুর বিভাগীয় প্রতিনিধি সবুজ আলী আপন।

আরো উপস্থিত ছিলেন, দৈনিক তৃতীয়মাত্রার প্রতিনিধি হাসমত আলী, দেশ সংবাদ ও লালদর্পন টিভির প্রতিনিধি সোহেল রানা, অগ্রযাত্রা নিউজ লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর বিশেষ প্রতিবেদক ফারহান আলী, একুশের কন্ঠের প্রতিনিধি ইসবাহুল মাওলা বাবু প্রমুখ।

সভায় কোরআন তেলোয়াত পাঠ করেন লিখন আহমেদ, গীতাপাঠ করেন প্রশান্ত কুমার রায়।

প্রধান অতিথি আব্দুল মালেক বলেন, সাংবাদিক জাতির দর্পন।

তাই সকলকে সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে আহবান জানান। সাংবাদিকতায় ঝুকি থাকবে এটাকে ভয় পেলে চলবে না।

সভায় আরো বক্তব্য রাখেন, বিশেষ অতিথি, নদীবন্ধু সবুজ আলী আপন,সোহেল রানা, হাসমত আলী, হাসানুজ্জামান হাসান, ফারহান আলী, রাব্বী, প্রমুখ।
j

পরে জেলা রিপোর্টাস ইউনিটের লালমনিরহাট সদর থেকে লাল দর্পন টিভি, জেলা মুক্তিযুদ্ধ যাদুঘরের প্রতিষ্ঠাতা আশরাফুজ্জামান মন্ডল এবং কালীগঞ্জ উপজেলা হতে আমাদের সময় এবং চ্যানেল আই এর জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজু কে জেলা রিপোর্টাস্ ইউনিটের উপদেষ্টা পদে অন্তর্ভুক্ত করে নাম ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *