টাঙ্গাইলে ৯দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু

Slider গ্রাম বাংলা

165902_bangladesh_pratidin_bdp-rath

টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার থেকে ৯দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব শুরু হয়েছে।

শনিবার সকালে শ্রী শ্রী বড় কালীবাড়ি থেকে বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে শ্রী শ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গণে পূজা অর্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়। নানা বয়সী নারী-পুরুষ এসব কর্মসূচিতে অংশ নেন।
এছাড়াও, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনসহ জেলার অন্যান্য মন্দিরেও রথযাত্রা উৎসব পালিত হয়।

আগামী ২২জুলাই রবিবার পর্যন্ত মন্দিরগুলোতে পূজা অর্চনা, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। ওইদিন উল্টো রথটানের মধ্যদিয়ে ৯দিনব্যাপী উৎসব শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *