কে এই সুন্দরী। অনেকেই হয়তো চিনতে পারছেন না। না চিনতে পারারই কথা। তিনি হলেন, ভোজপুরী সিনেমার নায়িকা গার্গী পণ্ডিত। প্রিয়ঙ্কা নামেই তাকে শোবিজ জগতের সবাই চেনে।
প্রিয়ঙ্কার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা প্রায় ৮০ হাজার। মূলত আঞ্চলিক ছবিতে কাজ করেও এমন জনপ্রিয়তা সত্যিই চমকে দেয়ার মতো। শেষ বার তাকে দেখা গিয়েছিল অরবিন্দ আকেলা কাল্লুর ‘আওয়ারা বালম’ সিনেমাতে।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি প্রিয়ঙ্কার একটি ভিডিও আলোড়ন ফেলে দিয়েছে। ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে সেই ভিডিওটি।
ভিডিওটিতে তাকে বৃষ্টিতে ভিজতে দেখা যাচ্ছে। বৃষ্টিতে ভেজা এই সুন্দরীর বিভঙ্গে মজেছে নেটিজেনরা। ব্লু ডেনিম ও লাল রংয়ের ক্রপ টপ পরিহিত প্রিয়ঙ্কার সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। এরই মধ্যে প্রায় ১৭ হাজার ভিউ হয়েছে ভিডিওটি।
প্রিয়ঙ্কার আগামী ছবি ‘দুলহন চাহি পাকিস্তান সে ২’। এটি ‘দুলহন চাহি পাকিস্তান’ ছবির সিক্যুয়েল। সিনেমাটি ছিল ভোজপুরী ছবির ইতিহাসে একটি ‘ব্লকবাস্টার’।
সবারই ধারণা, এই সিক্যুয়েলটিও ঝড় তুলবে তেমনি ভাবে। তারই মধ্যে বৃষ্টির মধ্যে প্রিয়ঙ্কার ভিডিও জিতে নিল সবার মন।