গাজীপুর: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তির দাবীতে জেলা কার্যালয় প্রাঙ্গনে প্রতীক অনশন করেছে জেলা বিএনপি।
সকাল ১০টায় বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্মসম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ এবং প্রচার সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় শুরু হওয়া অনশন কর্মসূচীতে সাড়া জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী দলে দলে মিছিল সহকারে যোগদান করতে থাকেন।
জেলা বিএনপির সাধারন সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম, মজিবর রহমান, উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান পেরা, গাজীপুর পৌর বিএনপি সভাপতি মীর হালিমুজ্জামান ননী, শাহ রিয়াজুল হান্নান, শাহজাহান ফকির, সুরুজ আহমেদ, আশরাফ হোসেন টুলু, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাখাওয়াৎ হোসেন সেলিম,আসাদুজ্জামান সোহেল, এড. মনির হোসেন, যুবদল জেলার নব নির্বাচিত সভাপতি মনির হোসেন, সাধাারন সম্পাদক মাসুদ রানা, মহানগর যুবদলের সাধারন সম্পাদক জসীম ভাট,ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, শামীম আহমেদ, আজহার মন্ডল প্রমুখ।