দুবাইতে ধনী নারীদের সুপারকার ক্লাব

Slider লাইফস্টাইল

134219dubai-supercar-

অত্যন্ত মূল্যবান সুপারকার মালিকদের নিজস্ব সংগঠন রয়েছে। মূলত পুরুষরাই এসব সুপারকারের মালিক এবং এসব ক্লাবের সদস্য হয়। তবে দুবাইয়ের নারীরাও এক্ষেত্রে পিছিয়ে নেই।

দুবাইতে রয়েছে সম্পূর্ণ নারীদের সুপারকার ক্লাব। এ সুপারকার ক্লাবে রয়েছে ৮০ জন সদস্য। তবে তারা শুধু দুবাইয়ের নয়, বরং সারা বিশ্ব থেকে আগত ধনীদের সন্তান। জানা যায় তারা ১৭টি ভিন্ন দেশের নাগরিক। তবে দুবাইতে নানা সুযোগ-সুবিধার কারণে তারা যাতায়াত করেন।

সম্প্রতি অ্যারাবিয়ান গ্যাজেট ও সিএনএন বেশ কয়েকজন সুপারকার মালিককে তাদের গাড়িসহ ক্যামেরাবন্দী করেছে। এতে উঠে এসেছে তাদের মূল্যবান গাড়ি ও বিলাসবহুল জীবনযাপনের চিত্র।

551545478

এ সদস্যদের হাতে রয়েছে পোর্শে ৯১১ জিটি৩ আরএস, ল্যাম্বারগিনি, অ্যাভান্টাডোর, ম্যাকলরেন ও বিএমডব্লিউ-এর লেটেস্ট মডেলের গাড়ি।

এ সুপারকার ক্লাবের সদস্যরা সবাই যে বংশানুক্রমে ধনী, তা নয়। এ ক্লাবের ৮৫ শতাংশ নারীরই নিজস্ব ব্যবসা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *