১১ দিন ধরে অনশনে শিক্ষক-কর্মচারীরা, অসুস্থ দুই শতাধিক

Slider জাতীয়

131208_bangladesh_pratidin_bdp-onoson(1)

এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ১১ দিনের ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। এতে প্রায় দুই শতাধিক শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদ্দুন্নবী ডলার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে এই আমরণ অনশন কর্মসূচি পালিত হচ্ছে।
জানা গেছে, গত ১০ জুন থেকে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন তারা। অনশনে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, সারা দেশে প্রায় ২০-২৫ বছর ৮০ হাজার শিক্ষক কর্মচারী বিনা বেতনে শিক্ষকতা করে আসছেন। সামাজিক ও রাষ্ট্রীয় কোন মর্যদা নেই তাদের। চলতি বছরের ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিলে, শিক্ষকরা আনন্দে আত্মহারা হয়েছিল। কিন্তু অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় আবারও শিক্ষকদের গভীর অন্ধকারে তলিয়ে যেতে হচ্ছে। তাই তারা বাধ্য হয়েই অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *