বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসি’র ৫৩৩তম নিয়মিত কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসি’র নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো যায়, ৩৫ টাকা মূল্যের (১০ টাকা ফেস ভ্যালু সঙ্গে ২৫ টা প্রিমিয়ামসহ) এক কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়ে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৬১ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করবে।
উত্তোলিত টাকা থেকে কোম্পানিটি অনগোয়িং এক্সপানশন/বিএমআরই, ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যায় করা হবে।
কোম্পানিটির ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫ দশমিক ০৬ টাকা ও নেট সম্পদ মূল্য (এনএভি পুনঃমূল্যায়ন করা) ৫২ দশমিক ০৯ টাকা।
এর ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।