রাশিয়ায় যে আতঙ্ক তাড়া করছে ফুটবলপ্রেমীদের!

Slider খেলা

202925_bangladesh_pratidin_Day-of-death

উত্তাপ-উন্মাদনার মধ্য দিয়ে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব ইতোমধ্যে শেষ হয়েছে। শনিবার থেকে শুরু হয়েছে নকআউট পর্ব।

এই খেলা নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উন্মাদনা চলছে। তবে সম্প্রতি তাদের মধ্যে একটি আতঙ্ক তাড়া করছে বলে জানা গেছে।
সেই আতঙ্কের নাম হচ্ছে কঙ্কাল। মস্কোর রাস্তায় নাকি ঘুরে বেড়াচ্ছে আস্ত কঙ্কাল। তবে শঙ্কিত হওয়ার কিছু নেই। আসলে শনিবার মস্কোতেই চিরাচারিত ‘ডে অফ ডেথ’ প্রথা পালন করেছে মেক্সিকানরা, আর সেজন্যই যত কাণ্ড।

বছরের পর বছর ধরে মেক্সিকোয় পালিত হয়ে আসছে এই ‘ডে অফ ডেথ’। এই দিন পরিবারের মৃতদের স্মরণ করার জন্য ভূত সেজে নেচে-গেয়ে থাকেন মেক্সিকানরা। নিজেদের ঘরানার নাচ গান শেষে শহরের রাস্তায় রীতিমতো প্যারেড করেন ভূত-বেশধারীরা।

মেক্সিকো সিটিতে এটা পরিচিত দৃশ্য। কিন্তু এবারে যেহেতু বিশ্বকাপ দেখতে রাশিয়ায় গিয়েছেন প্রচুর মেক্সিকান, আর ডে অফ ডেথের দিনটিও পড়েছে বিশ্বকাপের মধ্যেই, তাই মস্কোতেই এলাহি আয়োজন করে বসেছেন তাঁরা।

প্রথমে প্রথামতো ভূতের বেশে মস্কোতে নির্দিষ্ট জায়গায় আয়োজন করা হয় মেক্সিকান ড্যান্সের। যেখানে মিউজিশিয়ান আনা হয়েছিল মেক্সিকো থেকে উড়িয়ে। এরপর একটি প্যারেডেরও কথা ছিল। কিন্তু অনুমতি মেলেনি স্থানীয় প্রশাসনের। অগত্যা অগোছালোভাবেই শহর ঘুরেছে কঙ্কাল, ব্রহ্মদত্যি, মামদোদের দল। আর তাতে নাকি বেজায় ভয় পেয়েছেন মস্কোবাসীর একাংশ। কেউ কেউ তো জ্যান্ত ভুতেদের ছবি তুলে টুইটও করেছেন।

এসব আয়োজনের মধ্যে অবশ্য মেক্সিকোর ফুটবলাদের ডাকা হয়নি। তাদের ‘ডে অফ ডেথ’-এ অংশ নিতে বারণ করেছেন কোচ। আসলে সোমবারই পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে প্রি-কোয়ার্টারে মাঠে নামছে মেক্সিকো। তাই কোচ আপাতত চাইছেন শুধু ফুটবলেই মন দিক খেলোয়াড়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *