‘স্বাধীনতা বিরোধীদেরও তালিকা করতে হবে’

Slider বিচিত্র

172540_bangladesh_pratidin_sajahan_khan

শুধু মুক্তিযোদ্ধাদের তালিকা নয়, রাজাকার-আলবদরসহ স্বাধীনতা বিরোধীদেরও তালিকা প্রণয়ন করতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। রবিবার রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

জামাত-শিবির ও স্বাধীনতা বিরোধীদের সরকারি চাকরি থেকে বরখাস্ত এবং তাদের সন্তান ও উত্তরসূরিদের সরকারি চাকরিতে নিয়োগ না দেয়াসহ ৬-দফা দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন এবং মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

শাজাহান খান বলেন- জিয়া, এরশাদ ও খালেদার সরকার অবৈধভাবে চাকরি দিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে অসংখ্য স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, জামাত-শিবির ও রাজাকারের সন্তানদের প্রতিষ্ঠিত করেছে। তারা এখন বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের উন্নয়নের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। তাই দেশের অব্যাহত উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার স্বার্থেই তাদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে।

তিনি বলেন, আদর্শহীন মেধা, রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থা দেশ এবং জনগণের কল্যাণ করতে পারে না।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম ও মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *