ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল আসর রাশিয়া বিশ্বকাপ!

Slider খেলা

142701_bangladesh_pratidin_bdp_15

জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপ। হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রতিটি ম্যাচে।

পাশাপাশি পয়েন্ট টেবিলেও চলছে তীব্র প্রতিযোগিতা। এরইমধ্যে গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে, দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে সেরা ১৬টি দল। আর বিশ্বকাপের এই উত্তেজনার মাঝেও আয়োজনকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আয়োজক দেশ রাশিয়া। জানা গেছে, রাশিয়া বিশ্বকাপের ফাইনাল শেষ হতে যে খরচ হবে, সেটি আগের সব আসরকে ছাড়িয়ে যেতে পারে।
রাশিয়া এ আয়োজনে অস্থায়ী অবকাঠামোর জন্য নতুন করে ৫৮ লাখ, স্টেডিয়াম ও প্রশিক্ষণ ব্যবস্থাপনার জন্য আরও ৪০ লাখ পাউন্ড অতিরিক্ত বরাদ্দ দিয়েছে। এদিকে, রুশ ফেডারেল সরকার ইতিমধ্যে ৮৯০ কোটি পাউন্ড খরচ করে ফেলেছে। রাশিয়ার চতুর্থ বড় শহর ইয়েকাতেরিনবার্গ থেকে শুরু করে কালিনিনগ্রাদ পর্যন্ত ১১ শহরে খেলার জগতের এই মহাআয়োজন চলছে।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের তুলনায় রাশিয়ার আসরের খরচ কিছুটা বেশি। আঞ্চলিক সরকারগুলোর খরচ মিলিয়ে রুশ বিশ্বকাপের মূল খরচ পড়বে ১০ হাজার ৭০ কোটি ডলার।

বিশ্বকাপ উপলক্ষে ৬টি নতুন স্টেডিয়াম তৈরি করেছে রাশিয়া। আরও ৬টি স্টেডিয়ামকে সংস্কার করা হয়েছে।

এছাড়া প্রাদেশিক খরচের মধ্যে রয়েছে- সড়ক সংস্কার, অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা। ইংরেজি ভাষায় সড়ক চিহ্ন বসাতেও বেশ খরচে পড়তে হয়েছে রাশিয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *