বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারত যৌথ টহল

Slider ফুলজান বিবির বাংলা

131930BNS-Abu-Bakar-navy-ship

বঙ্গোপসাগরে প্রথমবারের মতো দুই দেশের সমুদ্রসীমায় বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর যৌথ টহল কো-অর্ডিনেশন প্যাট্রল (করপ্যাট) শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। বাংলাদেশের জলসীমা থেকে শুরু হয়ে এ টহল আগামী ৩ জুলাই ভারতের বিশাখাপত্তনমে শেষ হবে।

আইএসপিআর জানায়, সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানবপাচার, জলদস্যুতা, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনের লক্ষ্যে এ যৌথ টহল পরিচালিত হবে।

চট্টগ্রামে গতকাল বুধবার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা।

বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রাথমিকভাবে এ কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা আবু বকর’, ‘বানৌজা ধলেশ্বরী’ এবং এমপিএ (মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফট) ও ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইএনএস সাতপুরা’ ও ‘আইএনএস খেদমত’ অংশগ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *