প্রবীন সাংবাদিক মাহবুবুল আলম মারা গেলেন

Slider জাতীয় ঢাকা নারী ও শিশু বিনোদন ও মিডিয়া সারাদেশ সারাবিশ্ব সাহিত্য ও সাংস্কৃতি

mahbub
গ্রাম বাংলা ডেস্ক:
ঢাকা: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের সাবেক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলম মারা গেছেন (ইন্না…রাজিউন)।

শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ৭৮ বছর।

বারডেম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার  জেনারেল (অব.) শহীদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার ভোরে সাংবাদিক মাহবুবুল আলমকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।

সাংবাদিক মাহবুবুল আলমের স্বজন আহসান কাদের বাংলানিউজকে জানান, বারডেম থেকে তার মরদেহ গুলশান-২ এ বাসায় (বাড়ি নম্বর-১০/বি, রোড-৪৮) নিয়ে যাওয়া হয়েছে। এরপর বাদ আসর গুলশান আজাদ মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৩৬ সালের ৫ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জে জন্ম নেওয়া সাবেক উপদেষ্টা ও সাংবাদিক মাহবুবুল  আলম ১৯৫৩ সাল থেকে সাংবাদিকতা জগতে প্রবেশ করেন। জীবনের শেষ সময়ে এসে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *