টিন এজে বান্ধবীর সঙ্গে মিলিত হওয়ার প্রথম স্মৃতি মনে রয়ে যায় বেশিরভাগ পুরুষেরই। পরে সম্পর্ক টিকে না থাকলেও মনে থেকে যায় শৃঙ্গারের কয়েকটি পুরনো কথা। তার কয়েকটি তুলে ধরা হল এই প্রতিবেদনে। দেখুন তো, মেলে কী না!
ইশশ। সেই রাতে অতটা ড্রিংক না করলেই হত। কী বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল মুখ থেকে। বউ হলে তো লজ্জায় থাকতাম সারা জীবন। ভাগ্যিস সর্ম্পকটা টিকল না।
তখন বয়স কম ছিল। শরীরে তেজ ছিল বটে। এখন ভাবলেও নস্ট্যালজিক লাগে। জীবনটা পানসে হয়ে গেল।
শুধু মেয়েদের না, পুরুষেরও বয়স বাড়ে।
তখন এসব ব্যাপারে কত কম জানতাম। আজ যদি সেই পরিস্থিতি ফিরে আসত, তাহলে আসল কেরামতি দেখিয়ে দিতাম।
বড্ড বাচ্ছা বাচ্ছা হাবভাব করে ফেলেছিলাম। অতটা ইমোশনাল হওয়া উচিত হয়নি।
টিভিতে দেখে যতটা মজা হয়, সেদিন ততটা হয়নি। বেশ ভয়ই পেয়েছিলাম।
নিরোধ ব্যবহার করা যেন মোজা পরে ঘুমোতে যাওয়া।
অতটা উত্তেজিত আজ আর হই না। বউ যতই পটু হোক। ছোটবেলার মজাই আলাদা ছিল।
অত হট বান্ধবী আমি আমার আর একটাও ছিল না। ইশশ, সম্পর্কটা যদিও রাখতে পারতাম।
ওই বয়সে আমার জন্য ভার্জিনিটি হারিয়েছিল একটা মেয়ে, কতটা পাগল ছিলাম আমরা দু’জনে।
বাপরে, সেদিন ওসব করার পর আয়নায় নিজেকে দেখে চিনতেই পারছিলাম না যেন। কেমন শয়তানের মত চোখগুলো দেখতে লাগছিল নিজেরই।