ফের নেতৃত্বে ফিরছেন জয়াবর্ধনে

Slider খেলা

065013_bangladesh_pratidin_jawa

একদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বল বিকৃতি কাণ্ডে দোষি সাব্যস্ত হয়ে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দীনেশ চান্দিমাল এক ম্যাচ নির্বাসিত হয়েছেন। অন্যদিকে ব্যাট হাতে মাঠে ফিরছেল শ্রীলঙ্কার আরেক সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।

অধিনায়কের রূপেই প্রত্যাবর্তন ঘটতে চলেছে তার। যদিও জাতীয় দলের হয়ে নয়। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া জয়াবর্ধনে লর্ডসে তিন দলের টি-২০ সিরিজে নেতৃত্ব দেবেন মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবকে।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘরোয়া টি-২০ লিগ খেলে বেড়ান জয়াবর্ধনে। আইপিএল ও বিপিএলে কোচিংও করান তিনি। ২০০২ ও ২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধ সেঞ্চুরি করে লর্ডসের সফরকারী দলের সাজঘরের ‘অনার্স বোর্ড’এ দুইবার নাম লেখনো মাহেলা ২০১৫ সালে এমসিসির সাম্মানিক আজীবন সদস্যপদ পান।

৪১ বছর বয়সি সাবেক শ্রীলঙ্কা তারকা নেপাল ও নেদারল্যান্ডসকে নিয়ে আয়োজিত টি-২০ ট্রাই সিরিজে এমসিসি’র অধিনায়কত্ব করবেন। আগামী ২৯ জুন লর্ডসে ট্রিপল হেডার টি-২০’র প্রথম দু’টি ম্যাচে এমসিসি মাঠে নামবে আইসিসির দু’টি অ্যাসেসিয়েট দেশের বিরুদ্ধে। শেষ ম্যাচে দুঈ দেশ একে অপরের মুখোমুখি হবে।

জয়াবর্ধনের নেতৃত্বে এমসিসির হয়ে মাঠে নামবেন স্কটল্যান্ডের তিন ক্রিকেটার ডিলান বাজ, অ্যালাসডার ইভান্স ও মার্ক ওয়াট। তিন স্কটিশ ক্রিকেটার গত ১০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক ওয়ান ডে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তাছাড়া এর আগে দু’টি টি-২০ ম্যাচে এমসিসির হয়েও মাঠে নেমেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *