আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নিতে ইতোমধ্যে রাশিয়া পৌঁছে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে আশ্চর্যজনক তথ্য হলেও সত্যি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সঙ্গে ৩ টন খাবার নিয়ে এসেছে।
তা সঙ্গে এতো খাবার নেওয়ার রহস্য কী? আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, চাহিদা অনুযায়ী সঙ্গে সঙ্গে খাবার যাতে পাওয়া যায় সেই কারণে এমন আঁটসাট বেঁধে নেমেছে আর্জেন্টিনা। কারণ, মস্কো থেকে ত্রিশ মাইল দূরে ব্রনিস্তিতে বেস ক্যাম্প করছে আর্জেন্টিনা। ব্রনিস্তিতে মেসিরা যখনই যা খেতে চাইবেন তা যেন সাথে সাথেই পেয়ে যান। এছাড়া রাশিয়ায় নতুন খাবারে যাতে ফুটবলারদের কোনভাবেই পেটের সমস্যায় না পড়তে হয় সেজন্য ৩ টন খাবার দেশ থেকে নিয়ে এসেছে আর্জেন্টিনা।
তবে শুধু খাবার নয়, সাথে করে নিজ দেশের শ্যেফদেরও ভাড়া করে রাশিয়ায় এনেছে আর্জেন্টিনা ফুটবল দল। জাতীয় দল রাশিয়ায় পৌঁছানোর দু’দিন আগে সেখানে গিয়ে ঘাটি বাঁধে আর্জেন্টাইন শ্যেফরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে এমন অবাক করা তথ্য দিয়েছে আর্জেন্টিনার শ্যেফরা।