পায়ের দুর্গন্ধ দূর করার সহজ উপায়

Slider লাইফস্টাইল

091748_bangladesh_pratidin_LEG

আপনার পায়ে কি খুব দুর্গন্ধ হয়? মুখে কেউ কিছু না বললেও সহকর্মী বা বন্ধুরা হয়তো এর জন্য আড়ালে আপনাকে নিয়ে হাসাহাসি করে। জেনে নিন পায়ের দুর্গন্ধ মুক্ত করার কয়েকটি সহজ টিপস।

চা পাতার কেরামতি

১) ফুটনো চা-পাতা দিয়ে প্রতিদিন ২০ মিনিট করে পা ভিজিয়ে রাখুন৷ এতে পা কম ঘামবে।

২) ফুটানো চা-পাতার অ্যাসিড জীবাণুনাশক।

জরুরি মোজা

১) জুতার সঙ্গে মোজাও পরুন। পাতলা সুতির মোজা পায়ের ঘাম শুষে নেয়। ফলে পায়ে জীবাণু বাসা বাঁধতে পারে না।

২) প্রতিদিন একই মোজা ব্যবহার করবেন না।

অ্যান্টিফ্যাঙ্গাল ফুট পাউডার

১) অ্যান্টিফ্যাঙ্গাল ফুট স্প্রে ব্যবহার করুন।

২) অ্যান্টিফ্যাঙ্গাল পাউডারও ব্যবহার করতে পারেন।

পাল্টে পরুন জুতা

১) প্রতিদিন জুতা পাল্টে নিন।

একই জুতাতে পায়ে ঘাম বেশি হয়।
২) পায়ের পাতায় অক্সিজেন লাগালে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমে যায়। ফলে দুর্গন্ধও হবে না।

পায়ে লাগুক হাওয়া

১) ঢাকা জুতা না পরে খোলা জুতা পরুন।

২) যদি একান্তই ঢাকা জুতা পরতে হয় তা হলে কাজের ফাঁকে মাঝে মাঝে জুতা খুলে নিয়ে পাযে হাওয়া লাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *