যে কারণে প্রথম সন্তান বেশি বুদ্ধিমান হয়

Slider

image_160530.siblingsবহু পরিবারেই বড় সন্তান বা প্রথম জন্মগ্রহণকারী সন্তানকে অন্যদের তুলনায় বেশি বুদ্ধিমান দেখা যায়। এ বিষয়টির কারণ নিয়ে বহু গবেষণা করা হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
নতুন এক গবেষণায় জানা গেছে, পিতামাতার নিবিড় পরিচর্যা কিংবা বাড়তি নজরের কারণে বড় সন্তান অন্যদের তুলনায় বুদ্ধিমান হয়।
যদিও এ গবেষণাই শেষ কথা নয়। আরও বেশ কিছু কারণ বিজ্ঞানীরা উল্লেখ করেন, যেজন্য বড় সন্তান বুদ্ধিমান হয়। এ ধরনের কয়েকটি তত্ত্ব হলো-
১. প্রথমে জন্মগ্রহণকারী সন্তান পরিবারের সদস্যদের অনেক বেশি সময়, যত্ন ও মনোযোগ পায়। পরবর্তীতে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে এ মনোযোগ বিভক্ত হয়ে যায়।
২. প্রথমে জন্মগ্রহণকারী সন্তানরা জিনগতভাবেই ভালো আইকিউ পায়।
৩. বড়ভাইরা ছোটদের শেখানোর মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয় করে। ফলে এ অভিজ্ঞতা তাদের নানা কাজে লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *