মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল শরিফ। মিসরে প্রচলিত রাজনৈতিক ধারা হছে, প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই পুরনো সরকারের পদত্যাগ করা উচিৎ। এই ধারা মেনেই পদত্যাগ করেছেন শরিফ।
খবরে বলা হয়, এই সপ্তাহের শুরুতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেছেন সিসি। প্রধানমন্ত্রীর পদত্যাগকে মন্ত্রীপরিষদে রদবদল আনার সুযোগ হিসেবে ব্যবহার করতে পারেন তিনি।
৬২ বছর বয়সী ইসমাইল ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে মিসরের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
গত বছরের নভেম্বরে চিকিৎসার জন্য তিনি জার্মানি সফর করেন। তবে তার অসুস্থতার কারণ কি ছিল তা জানা যায়নি। সেখানে কয়েকমাস চিকিৎসাধীন থাকার পর এই বছরের জানুয়ারিতে মিসরে ফেরত যান ইসমাইল। প্রেসিডেন্টের কার্যালয় তার পদত্যাগের খবর নিশ্চিত করেছে।