ট্রেনে কাটা পড়ে ডান হাত বিচ্ছিন্ন

Slider বিচিত্র

221035_bangladesh_pratidin_Jaipurhat

জয়পুরহাটের আক্কেলপুর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে সেকেন্দার আলী (৩৫) নামে এক শ্রমিকের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার দুপুর ২টার দিকে আক্কেলপুর রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

আহত সেকেন্দার গাইবান্ধার সাঘাটা উপজেলার চক দতিয়া গ্রামের শাহারুল ইসলামে ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আক্কেলপুর রেল স্টেশনের ১ নম্বর রেললাইনে স্লিপার বসানোর কাজ করছিলেন সেকেন্দার। এ সময় তাবু থেকে বের হয়ে আসার সময় অসাবধানতাবসত সেকেন্দারের হাতটি চিলাহাটী থেকে আসা খুলনাগামী রকেট মেইল নামে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তার হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *